× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তা বিঘ্নকারীদের জনগণ ক্ষমা করবে না : এমএ মোতালেব

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২৩:১৫ পিএম

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষসভায় সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেবসহ অন্যরা। প্রবা ফটো

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষসভায় সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেবসহ অন্যরা। প্রবা ফটো

জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্নকারীদের জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব।

তিনি বলেন, ‘সারাদেশের ন্যায় সাতকানিয়ায়ও একটি কুচক্রীমহল হরতাল ও অবরোধের নাম দিয়ে অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। যারা জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্ন করে বিদেশিদের হাত করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়, জনগণ কোনদিন তাদের ক্ষমা করবে না। এজন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতা প্রতিরোধ, রেললাইন পাহারা এবং যার যার অবস্থানে থেকে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে হবে।’ 

বুধবার (১ নভেম্বর) উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষসভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘দেশের উদ্বুদ্ধ পরিস্থিতে হাইওয়েতে গাড়ি ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। এজন্য প্রশাসনিকভাবে আমাদের সবসময় সহায়তা থাকবে।’ 

উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় আরও বক্তব্য দেন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন প্রমুখ।

এ ছাড়া ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন, পুরানগড়ের আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, এওচিয়ার মো. আবু ছালেহ, বাজালিয়ার তাপস কান্তি দত্ত, কাঞ্চনার রমজান আলী, সদর ইউনিয়নের মোহাম্মদ সেলিম, কেঁওচিয়ার ওচমান আলী, ছদাহার মোহাম্মদ মোরশেদুর রহমান চৌধুরী, ঢেমশার মির্জা আসলাম সরওয়ার রিমন, ধর্মপুরের নাছির উদ্দিন টিপু, কালিয়াইশের হাফেজ আহমদ এবং সোনাকানিয়ার জসিম উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা