× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে ক্ষোভ প্রকাশ স্বেচ্ছাসেবক লীগ নেতার

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৯:৫২ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ২০:১৮ পিএম

ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে ক্ষোভ প্রকাশ স্বেচ্ছাসেবক লীগ নেতার। প্রবা ফটো

ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে ক্ষোভ প্রকাশ স্বেচ্ছাসেবক লীগ নেতার। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে নিজ দলের নেতাদের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত গাড়ি পোড়ালেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।

গাড়ি পুড়িয়ে আলোচনার জন্ম দেওয়া এই নেতার নাম মঈন দেওয়ান। তিনি কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। রাজনীতির পাশাপাশি চন্দ্রার মঈন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তিনি।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় বগাবাড়ী বিলের উন্মুক্ত স্থানে নিজ হাতে ব্যক্তিগত টয়োটা ব্র্যান্ডের গাড়িতে আগুন দেন তিনি।

এ ঘটনার কারণ সম্পর্কে জানা যায়, বিএনপি ও শরিক দলের তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সন্ধ্যা নাগাদ তিনি চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। ব্যক্তিগত গাড়ি ভাঙচুরসহ তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার তিন দিন পার হলেও দলের কোনো নেতা তার খোঁজ নেননি, এমনকি কেউ ফোনেও যোগাযোগ করেননি। হামলা সংগঠিত হওয়ার পর এ বিষয়ে ঊর্ধ্বতন নেতাদের অবগত করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। ফলে মনের ক্ষোভ থেকেই নিজের ক্ষতিগ্রস্ত গাড়িটি পুড়িয়ে দিয়েছেন। 

নিজের গাড়ি পোড়ানো প্রসঙ্গে মঈন দেওয়ান বলেন, ’অবরোধের প্রথম দিন আন্দোলনকারীরা অতর্কিত আমার ওপর হামলা চালায়। এ সময় আমার ব্যক্তিগত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তারা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী। অথচ যাদের নেতৃত্বে রাজনীতি করি তারাই আমার খোঁজখবর নেয়নি। এমনকি অনেক চেষ্টা করেও নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ফলে মনের ক্ষোভ থেকেই নিজের গাড়ি নিজেই আগুনে পুড়িয়ে দিলাম।’

এ বিষয়ে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ’মঈন দেওয়ানের ওপর হামলা বা তার গাড়ি পোড়ানোর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা