× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরের কাপাসিয়ায় মৃত ব্যক্তি নাশকতার মামলার আসামি

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ২২:৫১ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় মৃত ব্যক্তি নাশকতার মামলার আসামি

গাজীপুরের কাপাসিয়া মডেল থানায় একটি নাশকতার মামলায় মৃত এক ব্যক্তিকে আসামি করার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির ডাকা হরতালে (গত ২৯ অক্টোবর) কাপাসিয়ার তরগাঁও (মেডিকেল মোড়) এলাকায় পুলিশের ওপর ককটেল ছোড়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মামলায় ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ১৮ নম্বর আসামি করা হয়েছে আমিন উদ্দিন মোল্লাকে। সে কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের মৃত আশরাফ আলী মোল্লার ছেলে। স্বজন, এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতারা বলছেন- আমিন উদ্দিন মোল্লা ২০২১ সালের ২৫ জানুয়ারি মারা গেছেন।

জামাতা মোজাম্মেল হক জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি তার শ্বশুর আমিন উদ্দিন মোল্লা মারা যান। কাপাসিয়া থানা পুলিশ তাকে নাশকতার মামলায় ১৮ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করে।

ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মোল্লা জানান, আমিন উদ্দিন মোল্লা প্রায় তিন বছর আগে মারা গেছেন। তিনি নরসিংদীতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। অবসরের পর মারা যান। আমিন উদ্দিন মোল্লা জামায়েতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে অন্যায়ভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। তার প্রমাণ প্রায় তিন বছর আগে মৃত ব্যক্তিকেও আসামি করা।

মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আহম্মেদ ওয়াকিল বলেন, ‘তদন্ত চলমান রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুলবশত কারও নাম মামলায় অন্তর্ভুক্ত হয়ে থাকলে সংশোধন করা হবে।’ 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় টাইপিং ভুলের কারণে এমন হয়েছে। মূলত আমিন উদ্দিন মোল্লার স্থলে তার ভাই লোকমান উদ্দিন মোল্লার নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। বিষয়টি নজরে আসার পর ওইদিনই আদালতে সংশোধনী পাঠিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা