× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের তুলনায় দেশে দ্রব্যমূল্য অনেক নিয়ন্ত্রণে আছে : স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২০:০৯ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২০:২৮ পিএম

বিশ্বের তুলনায় দেশে দ্রব্যমূল্য অনেক নিয়ন্ত্রণে আছে : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, বিশ্বের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য অনেক বেশি নিয়ন্ত্রণে আছে। বৈশ্বিক সমস্যার কারণেই বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বেড়েছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়। 

রবিবার (৫ নভেম্বর) কুমিল্লার কোটবাড়িতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ’কিসের জন্য তারা (বিএনপি-জামায়াত) এই হরতাল-অবরোধ দিচ্ছে? আমরাও এ ধরনের কর্মসূচি দিয়েছি, কারণ আমাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে তখন প্রতারণা করা হয়েছিল। আমাদের খাদ্য ঘাটতি পূরণ হয়নি। আমাদের যোগাযোগব্যবস্থার উন্নতি হয়নি। আজকে সব পূরণ হয়েছে। মেট্রোরেল চালু হয়েছে। টানেল চালু হয়েছে। তাহলে কেন এই অবরোধ? তারা দেশের উন্নয়ন বন্ধ করতেই এসব কর্মসূচি দিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে সভাপতিত্বকালে এলজিআরডি-মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ’ছাত্রছাত্রীদের নিজের জীবন ও লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে। উন্নত জীবনের স্বপ্ন দেখবে তারা। সেই স্বপ্ন শুধু ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং দেশ ও সমাজে ভূমিকা রাখার স্বপ্নও তাদের দেখতে হবে।’ 

তিনি বলেন, ’আমাদের ছোট দেশ। রিসোর্স অনেক কম। ১৯৭১ সালে ছিলাম সাড়ে সাত কোটি মানুষ। তখন আমাদের অনেক লোক না খেয়ে থাকত। এখন ১৭ কোটি মানুষ। এখন একজন মানুষ অভুক্ত থাকে, এমন তথ্য নেই।’

সমাবর্তনের গেস্ট অব অনার ছিলেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। স্বাগত বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা