× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছর না ঘুরতেই ব্লকের দফারফা

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৩:৪২ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ার সওদাগরপাড়া এলাকায় ডলু খালের পাড় রক্ষায় দেওয়া ব্লকে ধস। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ার সওদাগরপাড়া এলাকায় ডলু খালের পাড় রক্ষায় দেওয়া ব্লকে ধস। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় ডলু খালের পাড় রক্ষায় দেওয়া ব্লক বছর না ঘুরতেই এক বর্ষায় ধসে পড়েছে। উপজেলার আধুনগর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকায় এ ধস দেখা দিয়েছে।জরুরি ভিত্তিতে ধসে পড়া ব্লক সংস্কার করা না হলে প্লাবিত হবে পুরো এলাকা।এ ছাড়া খালের ভাঙন আশঙ্কায় হুমকিতে রয়েছে এলাকার কয়েকশ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, চলাচলের রাস্তাসহ কৃষিজমি।

স্থানীয় বাসিন্দারা জানায়, ২০২২ সালের মাঝামাঝি সময়ে পানি উন্নয়ন বোর্ড আধুনগর সওদাগরপাড়ায় চলাচলের রাস্তাসহ খালের পাড় রক্ষায় ২০০ মিটার সিসি ব্লক বসায়। চলতি বছর বন্যার পানির স্রোতে ব্লক ধসে পুনরায় ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবিÑ ২০২১ সালে ওই স্থানে ব্লক বসানো হয়েছিল।

সরেজমিনে দেখা যায়, ডলু খালের পাড় রক্ষায় দেওয়া ব্লক ধসে যাওয়ায় আধুনগর সওদাগরপাড়ায় চলাচলের রাস্তার অর্ধেক ভেঙে গেছে। ভাঙন রোধে স্থানীয়রা মাটিভর্তি বস্তা দিলেও ওই সড়কে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানায়, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার নিম্নমানের কাজ করায় এক বছর যেতে না যেতেই বাঁধের ব্লক ধসে পড়েছে। যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে যদি জরুরি ভিত্তিতে সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়, তাহলে অল্প খরচেই কাজ শেষ করা সম্ভব হবে।

আধুনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক রুবেল জানান, ডলু খালের পাড় রক্ষায় ব্লক বসানোর কাজ নিম্নমানের হয়েছে। ঠিকাদার খালের পাড়ের আগাছা পরিষ্কার না করে ঝোপঝাড়ের ওপর ব্লক বসানোর ফলে বছর না ঘুরতেই ব্লক ধসে পড়েছে। ব্লক ধসে পড়ায় খালের পাড়ের রাস্তাও ভেঙে গেছে।

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, আধুনগর সওদাগরপাড়া এলাকায় ব্লক ধসে পড়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে অবগত করেছি। ব্লক ধসে পড়ায় চলাচলের রাস্তাও ভেঙে গেছে। ফলে ওই সড়ক দিয়ে যাতায়াতে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধসে যাওয়া ব্লক দ্রুত সংস্কার করা না হলে আধুনগর বাজারের একাংশসহ আশপাশের এলাকা খালের গর্ভে বিলীন হয়ে যাবে। এ ছাড়া বন্যার পানি দ্রুত লোকালয়ে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ধীমান কৃষ্ণ চৌধুরী বলেন, ‘আধুনগর সওদাগরপাড়ায় ডলু খালের পাড় রক্ষায় সরে যাওয়া ব্লক পুনরায় সংস্কার করে দেওয়া হবে। ঠিকাদারের নিম্নমানের কাজ করার অভিযোগ ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী ব্লক বসানোর কাজ করা হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা