× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি কয়েদি ৮ জেলার কারাগারে

রাজশাহী অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২০:২৬ পিএম

ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি কয়েদি ৮ জেলার কারাগারে

রাজশাহী বিভাগের ৮ জেলার কারাগারগুলোয় ধারণ ক্ষমতার চাইতে তিনগুণ বেশি কয়েদি রয়েছে। এসব কারাগারে কয়েদির অনুপাতে জনবল কম। কোনো কোনো কারাগারের অবকাঠামোও দুর্বল। বছরজুড়ে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কয়েদি থাকলেও গত কয়েক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ৮টি জেলার কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

বিভাগীয় কারা কর্তৃপক্ষের তথ্য মতে, রাজশাহী বিভাগে ৮টি জেলার কারাগারগুলোয় কয়েদি ধারণ ক্ষমতা ৪ হাজার ১৪৪ জন। বর্তমানে এসব কারাগারে কয়েদি রয়েছে সাড়ে ১৩ হাজারেরও বেশি। গত কয়েক সপ্তাহে প্রতিটি কারাগারেই ১০০ থেকে ২০০ জন কয়েদি বৃদ্ধি পেয়েছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরো বাড়তে পরে বলে মনে করছেন কারাগার এবং আইন সংস্থা সংশ্লিষ্টরা।

বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। কারাকর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, ১ হাজার ৪৬০ জন ধারণ ক্ষমতার বিপরীতে কয়েদি রয়েছে ৩ হাজার ৫৭২ জন। সাম্প্রতিক সময়ে ধরপাকড়ের কারণে কয়েদির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা দুই মাস আগেও ছিল ৩ হাজার ২০০ জন। এছাড়াও আছে জনবল সংকট, রয়েছে অবকাঠামোগত সমস্যাও। ১৮৪০ সালে নির্মিত ভবনগুলোর অবস্থা বেশ ভঙ্গুর।

নাটোর জেলার কারাগারে ২০০ জন ধারণ ক্ষমতার বিপরীতে কয়েদি রয়েছে ১ হাজার ৮০ জন। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০০ জনের মতো। বর্তমান অবকাঠামোর মতো আরও তিনটি ভবন হলে কয়েদি পরিচালনা করা সুবিধা হতো। কয়েদি অনুপাতে জনবল সংখ্যা কম।

নওগাঁ কারাগারের ধারণ ক্ষমতা ৫৫০ জন। কিন্তু এখানে কয়েদি রয়েছে ১ হাজার ৬০০ জনেরও বেশি। অবকাঠামো নিয়ে কারাকর্তৃপক্ষ সন্তুষ্ট থাকলেও জনবল কম। ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদির কারণে সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্টদের।

জয়পুরহাট জেলার কারাগারে ১২৭ ধারণ ক্ষমতার বিপরীতে কয়েদি সংখ্যা ৭১৯ জন। সাম্প্রতিক সময়ে কয়েদির সংখ্যা বেড়েছে। যা দুই মাস আগেও ছিল ৬০০ জনের মতো।

বগুড়া জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৭৮৫ জন হলেও কয়েদি রয়েছে ২ হাজার ২৬৭ জনের অধিক। অবকাঠামো নিয়েও সন্তুষ্ট নয় কারাকর্তৃপক্ষ। আছে কয়েদি অনুপাতে জনবলেরও অভাব। 

পাবনা কারাগারে ৫৭১ জন ধারণ ক্ষমতার বিপরীতে কয়েদি সংখ্যা ১ হাজার ৪০৯ জনেরও বেশি। নতুন ও পুরাতন দুই ধরণের ভবনে পরিচালিত কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদির কারণে সমস্যায় পড়তে হয়। সাম্প্রতিক সময়ে একশরও বেশি কয়েদি বৃদ্ধি পেয়েছে এখানে। 

সিরাজগঞ্জ কারাগারের ধারণ ক্ষমতা ৬০০ জন হলেও কয়েদি আছেন ১ হাজার ৫০০ জনেরও অধিক। সাম্প্রতিক সময়ে ৬০ জনের বেশি কয়েদি বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো ঠিক থাকলেও জনবলের সংকট রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ৫৮৬ জন ধারণ ক্ষমতার বিপরীতে কয়েদি সংখ্যা ১ হাজারেরও বেশি। অন্যান্য সময়ের চাইতে ৬০ জনের মতো বেশি কয়েদি রয়েছে। অবকাঠামো ভালো হলেও এই কারাগারেও রয়েছে জনবলের সংকট।

কয়েকটি কারাগারের কারাকর্তৃপক্ষ নাম না প্রকাশ করার শর্তে জানান, কারাগারের অবকাঠামোগত সমস্যা রয়েছে, রয়েছে জনবল সংকট। কয়েদিদের রাখতে হচ্ছে গাদাগাদি করে। যা কয়েদি ও কারাগারের সার্বিক নিরাপত্তার জন্যও হুমকি। 

রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো: কামাল হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি। ম্যাসেজের মাধ্যমে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি লিখিত উত্তরে বলেন, আপাতত কোন সমস্যা হচ্ছে না। কয়েদির সংখ্যা এর চাইতে বেশি হলেও সমস্যা হবে না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, কয়েদিদের বিরুদ্ধে কোনরকম নিপীড়নমূলক ব্যবস্থা বা তাদেরকে কষ্টে রাখা যাবে না। এটা মানবিক বিষয়। জনসংখ্যা বেড়েছে আমাদের, সেই তুলনায় কি কারাগার বেড়েছে? কয়েদিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা