× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত কিশোর

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ২২:০২ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। প্রবা ফটো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। প্রবা ফটো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ১৫ বছর বয়সি সমিরুল হক ওরফে সামিউল গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে। পুলিশ সমিরুলের মরদেহ উদ্ধার করেছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোদাগাড়ীর ৯ নম্বর চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, ‘সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চরআষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।’

তিনি আরও বলেন, ‘সমিরুলের শরীরের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকিরা পালিয়ে প্রাণ রক্ষা করে। বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুইটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’

সীমান্তে কোনো কারণ ছাড়াই বিএসএফ গুলি করেছে অভিযোগ করে চেয়ারম্যান বলেন, ‘গত কয়েক দিন ধরেই বিএসএফ আগ্রাসী ভূমিকায় রয়েছে। এ সীমান্তে কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা গুলি করে নিরীহ কিশোর সমিরুলকে হত্যা করেছে। সীমান্তের কাঁটাতারের কাছে কাউকে যেতে দেখলেই গুলি করে তারা। কিন্তু সীমান্তের কাছাকাছি তো দুই দেশের মানুষেরই ফসল আছে। তারা (ভারতীয়রা) দিব্যি কাজকর্ম করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশিরা কৃষিকাজে গেলেই তারা জুলুম করছে।’

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে গত ২২ মে চরআষাড়িয়াদহ সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় আবু ওবায়েদ নামে আরেক কিশোর। চিকিৎসার পর এখন সে সুস্থ হয়ে উঠেছে।

সেই ঘটনার বর্ণনা দিয়ে আবু ওবায়েদের বাবা গোলাম রসুল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সীমান্তের কাছে নিজেদের ধান ক্ষেতে ঘাস কাটছিল ওবায়েদ। এ সময় বিএসএফের এক জওয়ান এসে তাকে ফিরে যেতে বলে। ওবায়েদ ঘাসগুলো বস্তায় ভরে মাথায় তুলে যখন ফিরে আসছিল, সেই সময় হঠাৎ তার পায়ে গুলি করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা