× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২০:৪২ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। প্রবা ফটো

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। প্রবা ফটো

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সমালোচনা করে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তারা আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ পিটিয়ে মেরেছে। তাদের পেছনে সাধারণ মানুষ নেই।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাদের সিদ্দিকীর বড়ভাই আওয়ামী লীগের সাবেক দাপুটে নেতা ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 

প্রধান বক্তা বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী আরও বলেন, দেশে আজকে স্বাধীনতা নেই। নির্বাচনে কোন দল আসুক না আসুক সেটা বিষয় নয়। সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অংশ নিবে না। নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের দেশে সে অবস্থা নেই। 

এ সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘যে সন্তান দেশে এসে মায়ের সেবা করতে পারে না, তিনি কিভাবে দেশের সাধারণ মানুষের সেবা করবে।’

প্রধান অতিথির বক্তব্যে লতিফ সিদ্দিকী বলেন, ‘কালিহাতী থেকে চলে গেছিলাম ২০১৮ সালে।  তখন যে অপমান হয়েছিলাম সেই অপমান অন্য কেউ করার সাহস পেতো না। জিয়াউর রহমানের ছাত্রদল, একাত্তরের রাজাকাররাও আমাকে অপমান করতে সাহস পেতো না; যে অপমান এই কালিহাতীতে হয়েছি। এবার এসেছি সেই অপমানকে জয় করে জবাব দিতে।’

কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা