× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মিষ্টি খেয়ে’ শিশুসহ অসুস্থ অর্ধশতাধিক

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৮:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি গ্রামের অর্ধশতাধিক শিশু-নারী হঠাৎ অসুস্থ হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বজনরা বলছেন, স্থানীয় একটি দোকানের হালখাতার অনুষ্ঠানের মিষ্টি খেয়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। খোলা খাবার খেয়ে তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হতে পারে বলে বলছেন চিকিৎসকরা। 

সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামে গত শুক্রবার বিকালে মুদি দোকানি রানা হালখাতার অনুষ্ঠান করেন।

রানা বলেন, ‘প্রায় ৫০০ মানুষ তার দোকানে বাকিতে কেনাকাটা করে। হালখাতার উপলক্ষে ৪৩০টি কার্ড দিয়েছিলাম বিভিন্ন ব্যক্তিকে। এ অনুষ্ঠানের জন্য নিজের বাড়িতে লুচি ও বুন্দিয়া মিষ্টি তৈরি করি। পাশের বাজার শরিষাঘাটা মোড় থেকে মিষ্টি কিনেছিলাম। শুক্রবার বিকালে ওই মিষ্টি খাওয়ার পর গ্রামের বহু মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকে বলে আমি খবর পেতে থাকি। শনিবার পাশ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর হাসপাতালে গিয়ে ভর্তি হওয়া রোগীদের দেখে আসি। ১৫ জনের মতো রোগী ওই হাসপাতালে ভর্তি রয়েছে। মহেশপুর, চৌগাছা ও ঝিনাইদহ সদর হাসপাতালে আরও ৩০-৩৫ জন ভর্তি রয়েছে। এ ছাড়া অনেকে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।’ 

অনন্তপুর গ্রামের খলিলুর রহমান বলেন, ‘হালখাতার মিষ্টি খেয়ে আমার স্ত্রী ফরিদা খাতুনের বমি শুরু হয়। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।’ 

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বলেন, ‘মুদি দোকানদার রানার হালখাতার মিষ্টি খেয়ে গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তবে দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে উঠছেন।’ 

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ বিন হেদায়েত সেতু বলেন, সাধারণত খোলা বাজারের নানা খাবারে ফুড পয়জনিংয়ের ঘটনা ঘটতে পারে। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে অনেকেই ভর্তি রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা