× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে মাইক্রোবাসে তুলে নিয়ে যুবদল নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম

দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল নেতা সজীব হোসেন। প্রবা ফটো

দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল নেতা সজীব হোসেন। প্রবা ফটো

নাটোরের নলডাঙ্গায় আবারও পুলিশ পরিচয়ে সজীব হোসেন নামে এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। 

রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামশাকাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত সজীব হোসেন রামশাকাজিপুর হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি সদর উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক।

নলডাঙ্গা থানা-পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে সজীব রামশাকাজিপুর ডা. নাছির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের স্টলে ক্যারাম খেলছিলেন। এ সময় সাদা মাইক্রোবাসে হেলমেট পরা ছয় থেকে সাতজন নিজেদের পুলিশ পরিচয়ে সজীবকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। অচেতন অবস্থায় আধা কিলোমিটার দূরে নলডাঙ্গার একটি সড়কের পাশে তাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সজীব ইসলামের ছোট ভাই সবুজ হোসেন বলেন, ’সজীবকে হাসপাতালে আনার পর এক্স–রে করা হয়েছে। এতে দুই পা ও বাঁ হাতের হাড়ভাঙা ধরা পড়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা জানান, এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত। পুলিশ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করছে না, এমনকি মামলা নিচ্ছে না বলে তারা অভিযোগ করেন। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কে বা কারা সজীব নামের একজনকে পিটিয়ে ফেলে রেখে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ’পুলিশের কেউ কথিত ঘটনার সময় ওই এলাকায় যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা