× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তত্ত্বাবধায়ক সরকার নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৮:২০ পিএম

‘তত্ত্বাবধায়ক সরকার নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’

বিএনপির কারণেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জনসাধারণ আস্থা হারিয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নামক ভূত পঁচে গলে শেষ। দেশে পাকিস্তানি পন্থায় কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক নতুন ভবন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অনুষ্ঠানটি আয়োজন করে।

চিকিৎসকদের উদ্দেশ্যে এবি তাজুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবায় সঠিক মান নিশ্চিত করে দ্রুত সেবা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ, শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা