× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে হৃদরোগে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম

ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার। প্রবা ফটো

ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার। প্রবা ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা চরমানিকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১.২৫ মিনিটের দিকে ঢাকা ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শফিউল্লাহ হাওলাদার দলীয় নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা অবস্থায় বৃহস্পতিবার দিনগত শুক্রবার রাত ১.২৫ মিনিটের সময় শফিউল্লাহ হাওলাদার হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। শুক্রবার বিকাল ৩ টার দিকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য স্বাস্থ্য সংলগ্ন বালুর মাঠে জানাযা শেষে তার নিজ বাড়ির দরজায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

মৃত্যুকালে এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার দীর্ঘদিন চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং চর মানিকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।

চেয়ারম্যান শফিউল্লাহ হালদারের মৃত্যুতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জ্যাকব সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা