× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের গলায় কাছি লাগাইয়া ক্ষমতায় যাওয়া সম্ভব না : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম

 আলমপুর উচ্চ বিদ্যালয়ে জনসভায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো

আলমপুর উচ্চ বিদ্যালয়ে জনসভায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো

হরতাল-অবরোধ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষের গলায় কাছি লাগাইয়া ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ আমরা অনেকে অনেক দল করি, এটা অন্যায় কিছু নয়। কিন্তু যারা বোমা মেরে মুসলমান বানাতে চায়, পাকিস্তান বানাতে চায় তাদের সঙ্গে আমরা কোনো আপোস করব না। 

‘গতকাল শুক্রবার এক রিক্সাওয়ালা আমাকে বলেছেন, অবরোধে কারণে বউ-ছেলে মেয়ে নিয়ে তাকে উপোস থাকতে হয়। যারা অবরোধ দেয়, তারা তো না খেয়ে থাকে না।’

বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মানুষের গলায় কাছি লাগাইয়া ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। এদের সঙ্গে আপোস করলে লাখ লাখ শহীদের প্রতি অপমান করা হবে। অন্যদের সঙ্গে আমরা কথা বলতে রাজি আছি। যে যে দলই করি না কেন, আমাদের সবাইকে দেশের ও এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। জ্বালাও-পোড়াও করে দেশ ধ্বংস করার অধিকার কারও নেই। আমাদের উন্নয়ন দরকার সেজন্য লাগবে সরকার।’

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, পার্বতীপুর কামরুপ দলং রাস্তার ৬০ মিটার গার্ডার ব্রিজের উদ্বোধন, সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন, সদরপুর-পার্বতীপুর-কমরুপদলং রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, আস্তমা গ্রামের ৫০০ মিটার রাস্তার উদ্বোধন, চূড়খাই-বেতকোনা সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন, দামোদরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলমপুর উচ্চ বিদ্যালয়ে জনসভায় এসব কথা বলেন মন্ত্রী। 

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা