× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণিল আয়োজনে খাসিয়া বর্ষের বিদায়

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ১৪:০০ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে বৃহস্পতিবার খাসিয়াদের নৃত্যানুষ্ঠান। প্রবা ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে বৃহস্পতিবার খাসিয়াদের নৃত্যানুষ্ঠান। প্রবা ফটো

সিলেট বিভাগের ক্ষুদ্র  জাতিসত্তা খাসিয়া সম্প্রদায়ের ৮০টি পুঞ্জির ১২৪তম বর্ষবিদায় (খাসিয়াদের নিজস্ব পঞ্জিকা অনুযায়ী) অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির (খাসিয়া গ্রাম) খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘খাসি সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সর্বজনীন উৎসব। 

বৃহস্পতিবার সকালে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের কয়েকজন পর্যটকসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

উৎসবে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী পোশাক পরে খাসিয়া সম্প্রদায়ের লোকজন আদি পাহাড়ি নৃত্য ও গান পরিবেশন করেন। তারা তাদের জীবন-জীবিকার প্রধান উৎস পান চাষের বিভিন্ন পদ্ধতি ও পাহাড়ি জীবনাচার নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।

উৎসবে নাচ-গান ছাড়াও বড়শি দিয়ে মাছ শিকার, তৈলাক্ত বাঁশে ওঠা প্রতিযোগিতা, তীর খেলা, গুলতিসহ খাসিয়াদের ঐতিহ্যবাহী খেলাধুলায় পুরো দিন মুগ্ধতার আবেশে উপভোগ করেন দর্শনার্থীরা। উৎসব উপলক্ষে বসে ঐতিহ্যগত মেলা। মেলায় খাসিয়াদের বিভিন্ন প্রকাশনা, ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শিত হয়।

উৎসবে আগত হেলোনা ডিখার বলেন, ‘সেং কুটস্নেম আমাদের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এ উৎসব অনুষ্ঠিত হলেও সিলেটে লেখাপড়ায় ব্যস্ত থাকায় মাঝে কয়েক বছর আসতে পারিনি। এবারের উৎসবে যোগ দিয়ে আমি আনন্দিত।’

চট্টগ্রামের গৃহবধূ সীমা রানী দাশ বলেন, ‘কমলগঞ্জ মাগুরছড়া পুঞ্জিতে সুন্দর অনুষ্ঠান হচ্ছে। খাসিয়াদের সংস্কৃতির কিছু নিদর্শন দেখেছি খুব ভালো লাগছে।’

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আলীয়াছড়া পান পুঞ্জির বাসিন্দা সুমন খাসিয়া বলেন, ‘বছরে একবার আমাদের এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে আসতে পেরে অনেক ভালো লাগছে।’

খাসিয়া পান পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) ফিলা পাতমী বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও খাসিয়া বর্ষবিদায় উৎসবের আয়োজন করেছি। যদিও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার অতিথি কিছুটা কম। তারপরও হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবারের উৎসব।’

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব প্রদীপ কুমার সিংহ বলেন, ‘আমাদের ক্ষুদ্র জাতিসত্তার অন্যতম খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব অত্যন্ত আকর্ষণীয়। সবার উচিত এ ধরনের উৎসব পালন করা। আজকের উৎসবে এসে মুগ্ধ।’

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারম্যান পিডিশন প্রধান সুচিয়াং বলেন, ‘এ ধরনের উৎসব পালনের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশে এমনকি আমাদের দেশে মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব সরকারি পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের উৎসবে সরকারি কোনো ধরনের পৃষ্ঠপোষকতা নেই। সরকারি পৃষ্ঠপোষকতা হলে আমাদের এ উৎসব আরও বিস্তৃত ও সর্বজনীন হতো।’

উৎসবের আয়োজক মাগুরছড়া পান পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জিডিশন প্রধান সুচিয়াং বলেন, ‘আমাদের সর্বজনীন ও সামাজিক অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’। বছর শেষ দিনে এ উৎসব উদযাপন করি। বৃহত্তর সিলেটের প্রায় সব পুঞ্জির লোকজন এখানে এসেছেন। বাইরে থেকে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনও এসেছেন। এ উৎসবের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে চাই।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘খাসিয়াদের বর্ষবিদায় অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপূর্ণ আবহ ও উৎসবমুখর আমেজ দেখতে পাচ্ছি। উৎসবের সঙ্গে উপজেলা প্রশাসন সম্পৃক্ত রয়েছে। আশা করছি এ অনুষ্ঠানের ধারাবাহিকতা থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা