× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিবিদ্ধ কিশোর, থমথমে পুলিশ কোয়ার্টার এলাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় এবার কিশোর গ্যাং শুভ গ্রুপের সদস্যদের ওপর হামলা হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের অভিযোগ, পিটু বাহিনীর অর্ধশত কিশোর অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। ঘটনাস্থলে থমথমে পরিবেশ বিরাজ করছে। জানমালের নিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলার ওই ঘটনায় গুলিবিদ্ধ কিশোর মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একজন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে ৫০ থেকে ৬০ জন অস্ত্রধারী কিশোর পাঠানবাড়ির রোডের মাথা থেকে ডানহাম গলি দিয়ে প্রবেশ করে ওই এলাকায় পিটু-সাব্বির বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ করা হয়। এতে সাব্বির বাহিনীর ১০ থেকে ১২ জন আহত হয়। তাদের মধ্যে রফিকুল ইসলামের ছেলে মানিককে গুলিবিদ্ধ অবস্থায় ও জাফর উল্লাহর ছেলে মো. সিফাতকে গুরুতর জখম অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি কিশোর-যুবকরা ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ২৯ সেপ্টেম্বর ফেনী শহরের পাঠানবাড়ি রোডের মাথায় ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সফিউল্লাহ শুভর ধানসিঁড়ি রেস্তোরায় হামলা চালায় পিটু বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল শুভ ও তার মামা ওবায়দুল হক। পরে পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটু, তার প্রধান সহযোগী যুবলীগ নেতা সাব্বিরসহ ৩১ জনের নামে মামলা হয়। ওই মামলায় পিটু, সাব্বিরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি সাব্বির ওই মামলায় জামিনে মুক্ত হলে শুভ বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

যুবলীগ নেতা সাব্বিরের স্ত্রী তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, ‘আমার স্বামী কারাগার থেকে মুক্তির পর বাসায় থাকেন না। হামলার ভয়ে সে আত্মগোপনে রয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা সফিউল্লাহ শুভ ও তার বাহিনী আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এ তাণ্ডব চালিয়েছে। আমি এর বিচার চাই।‘

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভর বক্তব্য পাওয়া যায়নি। 

ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রবাসে চলে যাওয়ায় সাব্বির নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় দিচ্ছে। সে যুবলীগের কোনো পদে নেই।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা