× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকাবঞ্চিত প্রার্থীর সমর্থকদের কুপিয়ে জখম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৭:৪৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মনিরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদারকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। প্রবা ফটো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মনিরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদারকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। প্রবা ফটো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মনিরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদারকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌরশহরের গোডাউন ঘাট এলাকায় এই হামলা হয়। 

আহতরা আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সমর্থক। হামলার জন্য মাহবুবুর রহমান বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমানকে দায়ী করেছেন। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে এবার নৌকা পেয়েছেন মো. মহিববুর রহমান।

মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যাওয়ার পথে বিভিন্ন স্থানে এমপি মহিববুর রহমানের কর্মীরা বাধা দিয়েছেন। অসীম ও মনিরুল ছাড়াও সন্ত্রাসীদের হামলায় আরও ১৫ জন নেতাকর্মী বিভিন্ন স্থানে আহত হয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, ‘গত পাঁচ বছর এমপি মহিববুর রহমান শান্তিপূর্ণ কলাপাড়াকে সন্ত্রাসী, চাঁদাবাজি ও সহিংস জনপদে পরিণত করেছেন। নির্বাচনের মুহূর্তে এ ঘটনা তারই প্রতিফল।’

আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। এ ঘটনা মাহবুবুর রহমানের অভ্যন্তরীণ ঘটনারই অংশ, যা আমাদের ওপরই চাপানোর চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আওয়ামী লীগের কাজ করি। আমার সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া আছে, কেউ কারও কোথাও বাধা সৃষ্টি করবে না।’

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদেরও দেখে এসেছি। তবে এতটুকু বলতে পারি, যারাই এ ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা