× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদা না দেওয়ায় একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ হামলার ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের স্বত্বাধিকারী শাহরাজ উদ্দিন, হাজী মুস্তাফিজুর রহমান, মো. বেলায়েত হোসেন, ওমর ফারুক, শাহাব উদ্দিন ও ইমাম হোসেন খান।

জানা যায়, ব্যবসা পরিচালনার জন্য গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের স্বত্বাধিকারী শাহরাজ উদ্দিনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খান। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তিনি হুমকি দিয়ে আসছিলেন। গতকাল রাত ৯টার দিকে অস্ত্রসহ রাজিব ও তার সহযোগীরা রাজ গার্মেন্টস নামের কাপড়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে একই পরিবারের ছয়জন আহত হয়। 

শাহরাজ উদ্দিনের ভাই রবিউল হোসেন বলেন, ‘দেশীয় অস্ত্র দিয়ে একের পর এক কোপ দিয়ে ছয়জনকে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। দোকান ভাঙচুর ও লুটপাট করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।’ 

রাজ গার্মেন্টসের স্বত্বাধিকারী শাহরাজ উদ্দিন বলেন, ‘আমার কাছ থেকে ব্যবসা পরিচালনার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিব। আমি না দেওয়ায় বিভিন্ন সময় হুমকি দিচ্ছিল। চাঁদা না দিলে ব্যবসা করতে দিবে না। গতকাল রাজিব সন্ত্রাসী নিয়ে দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি কুপিয়ে আমার দাদা, চাচা, ভাইসহ ছয়জনকে জখম করেছে।’

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক বলেন, ‘হাতাহাতির খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আহতরা পড়ে আছে। পরে পুলিশকে জানাই এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে পাঠাই। পরে হামলার ভিডিও ফেসবুকে দেখতে পাই। দেশীয় অস্ত্র নিয়ে এভাবে জখম করা মর্মান্তিক ঘটনা। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’ 

এদিকে অভিযোগের বিষয়ে জানতে বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজীব খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা