× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে সিইসির কুশপুত্তলিকা দাহ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

রবিবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেন যুবদলের নেতাকর্মীরা। প্রবা ফটো

রবিবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেন যুবদলের নেতাকর্মীরা। প্রবা ফটো

সরকার পতনের এক দফা দাবি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন রবিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। অবরোধ চলাকালে দুপুরে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।

এর আগে যুবদল নেতারা বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। কিন্তু বর্তমান সরকারের ক্ষমতাকে কুক্ষিগত করতে পক্ষপাতদুষ্ট এই কমিশন ইনিয়ে-বিনিয়ে জাতিকে ধোঁকা দিয়ে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করার চেষ্টা করছে।

এদিন সকালে খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আমবাগান এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করেন।

তা ছাড়া সকালে দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আদুনগর এলাকায় প্রধান সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে।

এদিকে অবরোধকে কেন্দ্র করে বিএনপির ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার রাতে চান্দগাঁও থানা যুবদল নেতা মো. আরিফ ও মো. নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ।

এ ছাড়া পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদল নেতা মো. লিটন, মো. মনির ও মো. ওসমানকে গ্রেপ্তার করেছে খুলশী থানা এবং রবিবার বাঁশখালী চাম্বল ইউনিয়ন যুবদলের মিছিল থেকে যুবদল নেতা আবু সৈয়দকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা-পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা