× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোকজের জবাবে যা বললেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৮ পিএম

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আসনটির অনুসন্ধান কমিটির কার্যালয় হবিগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন।

এ ব্যাপারে সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাজনীতিবিদ বা একজন প্রার্থী হিসেবে মাত্র আমার বয়স মাত্র দু’সপ্তাহ। কিন্তু এর আগেই একজন ফুটবলার হিসেবে বা ফেসবুকের একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে যেখানেই দাঁড়াই, সেখানেই কিছু মানুষ এসে যায়। পথসভার মাধ্যমে জনগণের চলাচলের অভিযোগের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আর যেহেতু ওখানে কোন কর্মসূচি ছিল না, তাই পুলিশকে জানানো হয়নি। এ বিষয়ে কমিটির কাছে আমি লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছি।

এর আগে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে সড়ক বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এক নির্বাচনী জনসভা করেন সুমন। এমন অভিযোগে তাকে শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান হবিগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা