× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া- ২

‘কঠিন’ চ্যালেঞ্জের মুখে ইনু

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১২:৫১ পিএম

 হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু।

১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। জোটভিত্তিক সমীকরণে এবারও এই আসনে ১৪ দলীয় জোটের সমর্থন পাওয়া অনেকটাই নিশ্চিত। তবে অনিশ্চয়তা তৈরি হয়েছে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পাওয়া নিয়ে।

আসনটিতে এবার উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। এর ফলে বিগত তিনটি নির্বাচনে ইনু আওয়ামী লীগ নেতাদের সমর্থন পেলেও এবার দৃশ্যপট আলাদা। তাদের দাবি, টানা তিনবার তাদের দলীয় কোনো প্রার্থী না থাকায় এবার স্বতন্ত্র প্রার্থী হলেও দলীয় লোকজনকে ভোট দিতে চান। আওয়ামী লীগ নেতাকর্মীরা আর কাউকে ফাঁকা মাঠ উপহার দিতে চান না। এ ছাড়া বিগত ১৫ বছরে আওয়ামী লীগের সঙ্গে জাসদের উত্তাপও রসদ জোগাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। তবে জাসদ নেতাদের দাবি শেষ পর্যন্ত হয়তো সমঝোতা হবে। কেন্দ্র থেকেই এর নির্দেশনা মিলবে। 

নবম জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করে আওয়ামী লীগ। ওই নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নৌকার প্রার্থী হতে চাইলেও শেষ পর্যন্ত হাসানুল হক ইনুকে জোটের সমীকরণে ছেড়ে দিতে হয়। সেই থেকে আওয়ামী লীগ-জাসদ দ্বন্দ্বের শুরু। 

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গত ১৫ বছরে দুদলের সমর্থকরা বারবার সংঘর্ষে জড়িয়েছেন। ঝরেছে রক্তও। এতে প্রাণ গেছে অন্তত চারজনের। আর উভয় দলের নেতাদের মধ্যে বাগযুদ্ধ, রেষারেষি ছিল নিত্তনৈমিত্তিক। এমনই প্রেক্ষাপটে ২০১৭ সালের ৯ নভেম্বর হাসানুল হক ইনু মিরপুর ফুটবল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে বলেছিলেন, ‘কারও দয়ায় মন্ত্রী হইনি (সে সময় তিনি তথ্যমন্ত্রী ছিলেন)। ঐক্য প্রশ্নে ১ টাকা চেনেন। ১০০ পয়সায় এক টাকা, আপনার ৮০ পয়সা থাকতে পারে কিন্তু আপনি ১ টাকার মালিক না। আপনি ৮০ পয়সা আর রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, এরশাদ ও হাসানুল হক মিলে ১ টাকা হয়। আমরা যদি না থাকি তাহলে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন, হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’

এবারের নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের স্থানীয় নেতারা ইনুর সেই বক্তব্য নিয়ে নতুন করে টানাটানি শুরু করেছেন। তারা বলছেন, তিনি কখনোই আওয়ামী লীগ নেতাকর্মীদের আপন করে নিতে পারেননি। তাদের দাবি, নির্বাচনে ইনুর বাক্সে যে ভোট পড়ে তার বেশিরভাগটায় আওয়ামী লীগের। 

তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনকে ঘিরে ঐক্যবদ্ধ হচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। কামারুল আরেফিন দুইবারের উপজেলা চেয়ারম্যান। 

সম্প্রতি এক কর্মিসভায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু বলেন, ‘আওয়ামী লীগের ভোট নিয়ে এমপি নির্বাচিত হয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা করবেন এমন সুযোগ আর দেওয়া হবে না। তাই আমরা কামারুলের হয়ে ভোটের মাঠে লড়ব।’

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা বলেন, ‘ইনু সাহেব ১৫ বছর ধরে এমপি। তিনি যদি এত দিনে এলাকার উন্নয়ন এবং তার আচরণ দিয়ে সবার মন জয় করে থাকেন তাহলে নিজ দলের ওপর ভর করে এবার নির্বাচন লড়ে দেখুন। আমরা আর তার সঙ্গে নেই।’

জানতে চাইলে কামারুল আরেফিন বলেন, ‘আমি তো আওয়ামী লীগের প্রার্থী নই, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। ইনু সাহেব ১৫ বছর সংসদ সদস্য হিসেবে আছেন। তাই আমার মতো আওয়ামী লীগের ছোট একজন কর্মীকে নিয়ে তার সমস্যা হওয়ার কথা নয়। নির্বাচনে জনতার ভালোবাসা নিয়ে শেষ দিন পর্যন্ত মাঠে থাকতে চাই।’ 

এদিকে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী নিয়ে উদ্বেগ আছে খোদ জাসদ নের্তাকর্মীদের মাঝেও। মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, কামারুল আরেফিন ভোটের মাঠে থাকলে হাসানুল হক ইনুর জন্য কিছুটা তো সমস্যা হবেই। তবে শেষ পর্যন্ত সমঝোতা হবে। 

জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, হাসানুল হক ইনু জোটের প্রার্থী, এরই মধ্যে সেটি নিশ্চিত হয়েছে। বিগত নির্বাচনগুলোতে নৌকার প্রার্থী হিসেবে সবাই তার পক্ষে কাজ করেছে। এবার সেখানে আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এতে যে জটিলতা দেখা দিয়েছে, তা ১৪ দলীয় জোটের হাইকমান্ড নিশ্চই সমাধান করে দেবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা