× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ১১০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:২৫ পিএম

রাজবাড়ীতে ১১০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ। প্রবা ফটো

রাজবাড়ীতে ১১০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ। প্রবা ফটো

রাজবাড়ীতে গত দুই দিন ধরে পেঁয়াজের বাজার দর উর্দ্ধমুখী চলছে। দুই দিনের ব্যাবধানে নতুন মুড়িকাটা পেঁয়াজের কেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি ধরে। পাইকারী বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় মণ প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বেড়েছে।

বর্তমানে প্রতি মণ নতুন পেঁয়াজ কিনতে হচ্ছে ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা মণ দরে। যা গত তিন চারদিন আগেও বিক্রি হয়েছে ৩ হাজার ৬০০ টাকা মণ দরে। পাইকারী বাজারে কেজি প্রতি দাম বেড়েছে ২০ টাকা। তবে পুরাতন ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে ঘাটতি থাকলেও আগের দামেই ১২০ কেজিতে বিক্রি করতে দেখা গেছে।

বর্তমানে খুচরা বাজার নতুন এ মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। যা গত দুই দিন আগে বিক্রি হয়েছে ৮৫/৯০ টাকা কেজিতে।

রাজবাড়ীর বড় বাজারে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘এমনিতেই পেঁয়াজের বাজার বেশি। তারপর আবার গত দুই তিন দিন ধরে কেজিতে ২০/৩০ টাকা বেড়েছে। কয়দিন আগেও প্রতি কেজি কিনেছি ৮০ টাকা করে আজকে বাজারে এসে দেখি ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আসলে আমরা একটা শ্রেণির উপর জিম্মি হয়ে পরেছি। সিন্ডিকেট ভাংলে দাম কমানো সম্ভব।’

রাজবাড়ী পেঁয়াজ ব্যাবসায়ী আমজাদ হোসেন বলেন, গত তিন চারদিন ধরে পাইকারী বাজারে পেঁয়াজ সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। দাম কম থাকায় পেঁয়াজ চাষিরা ক্ষেত থেকে পেঁয়াজ তুলছেন কম। এ কারণে বাজারে ঘাটতি দেখা দেওয়ায় দাম কিছুটা বেড়েছে। এতে খুচরা বাজারে দাম বেড়ে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে মণ প্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। বর্তমানে প্রতিমণ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার দুইশ টাকায়।

এ বিষয়ে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাজারে এখনও পুরো দমে পেঁয়াজ আসেনি। আরও কয়েকদিন পরে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা