× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি জায়গা দখল করে দোতলা ভবন

হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৫ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৩ পিএম

মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের মূল ফটক সংলগ্ন সরকারি জায়গা দখল করে নির্মিত ভবন। প্রবা ফটো

মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের মূল ফটক সংলগ্ন সরকারি জায়গা দখল করে নির্মিত ভবন। প্রবা ফটো

সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি জায়গা দখল করে একটি দোতলা ভবনসহ একাধিক স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও বিষয়টি আমলে নিচ্ছেন না তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের ভূমি অফিসের মূল ফটক সংলগ্ন মধ্যনগর মৌজায় প্রায় ১০ শতাংশ সরকারি জায়গা দখল করে একটি দোতলা ভবণ নির্মাণসহ ১৪টি স্থাপনা নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, তার বড় ভাই মোশাররফ হোসেন তালুকদারসহ স্থানীয় প্রভাবশালী মহল। এ ছাড়াও উপজেলা সদরের মূল সড়কের পাশে থাকা সরকারি জায়গা দখল করে স্থায়ীভাবে আরও স্থাপনা গড়ে তুলেছেন তারা। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবারক হোসেন তালুকদার বলেন, ‘১৫-১৬ বছর আগে মধ্যনগর ভূমি অফিসের তৎকালীন তহসিলদার নান্নু চক্রবর্তীর কাছ থেকে ওই জায়গা বন্দোবস্ত নিয়েছি। পরবর্তীতে সেখানে একটি দোতলা ভবণ নির্মাণ করা হয়েছে। অন্যরাও যে যার মতো ঘর নির্মাণ করেছে। তবে প্রয়োজনে স্থাপনা সরিয়ে নিতে হলে, তাই করব।’

অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান বলেন, ‘উপজেলা সদরের ভূমি অফিসের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোতলা ভবনসহ ১৪টি স্থাপনা উচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে কাজ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা