× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরতালের সমর্থনে নোয়াখালীতে বিএনপির মিছিল, আটক ৩

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশকে ইটপাটকেল ছুড়লে তিনজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের নেতৃত্বে চৌমুহনী বাজারে একটি মিছিল করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর বড়পোল এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস বলেন, ‘এই হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও  তফসিল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন শান্তিপূর্ণ  মিছিল করেছে। পুলিশ আমাদের শান্তিপূর্ণ হরতাল পালনে বাধা দেয় এবং নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে।’

এদিকে হরতালে ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা, আন্তঃজেলা বাসসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। এ ছাড়া বেশ কিছু  দোকানপাট বন্ধ রয়েছে।

অন্যদিকে সব ধরনের নাশকতা এড়াতে জেলাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোর থেকেই জেলার প্রধান প্রধান সড়কে গাড়িযোগে টহল দিচ্ছে তারা। এ ছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোয়ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজারের গলি দিয়ে একটা মিছিল বের হয়। তারপর তারা বড়পোল এলাকায় এলে পুলিশ বাধা দেয়। তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা