× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিতে না গেলে সুবিধাভোগীদের নাম কেটে দেওয়া হবে : রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৮:০৪ পিএম

 রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

যারা সরকারের বিভিন্ন সুবিধা নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না গেলে তাদের নাম তালিকা করে কেটে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ নির্বাচনি সভায় এ হুমকি দেন রেলমন্ত্রী। নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে সুজনকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন তাকে শোকজ নোটিশ দেন। মন্ত্রীকে আগামীকাল বুধবার বেলা ১২টার দিকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনি সভায় রেলমন্ত্রী বলেন, ‘আগামী ৭ তারিখের নির্বাচনে চন্দনবাড়ি ভোট সেন্টারের দুইটা লিস্ট করবেন-সরকার পাড়ার কোন লোক ভোট দিচ্ছে আর কোন লোক দিচ্ছে না। সরকারের সুবিধা নিবেন, বয়স্ক ভাতা নিবেন, বিধবা ভাতা নিবেন। তারপরে কৃষি কার্ড নিবেন, কৃষক লোন নিবেন, ১৫ টাকা কার্ডের চাউল নিবেন, টিসিবির কার্ড নিবেন। আর সন্ত্রাসী যারা তাদের পক্ষ নিবেন। ভোট দিতে আসবেন না। তাদের লিস্ট করবেন। যেগুলো সরকার পাড়ার লোক ভোট দিবে না তাদের নাম আর থাকবে না। তালিকা থেকে কাটা পড়বে। খালি সরকার পাড়া নয় চন্দনবাড়ির সব সেন্টারে আমরা ব্যবস্থা নিব।‘

তিনি বলেন, ‘যাকে খুঁশি তাকে ভোট দিন। কিন্তু সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যারা ভোটাধিকার বর্জনের কথা বলেন। নাগরিক দ্বায়িত্ব পালন করলেন না আর নাগরিক সুবিধা নিবেন এটা হবে না। আমরা নৌকাকে ভোট দিতে বলছি না, আপনাদের যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু ভোট কেন্দ্র গিয়েই ভোট দেন। যারা ভোট দিবেন না তারা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে সুযোগ সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।’

এ সময় নির্বাচনী সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বোদা পৌরসভার মেয়র আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের নেতা রবিউল আলম সাবুলসহ বোদা উপজেলা ও চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও ভোটারেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা