× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ৬৩টি গরুসহ নৌকাডুবি, মামা-ভাগ্নে নিখোঁজ

দোহার- নবাবগঞ্জ ( ঢাকা) সংবাদদাতা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৫১ পিএম

পদ্মায় মৃত গরুগুলো ভেসে ওঠেছে। প্রবা ফটো

পদ্মায় মৃত গরুগুলো ভেসে ওঠেছে। প্রবা ফটো

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে ট্রলারে থাকা গরুর বেপারী মুন্সিগঞ্জের শ্রীনগরের মনির ও তার ভাগ্নে সিয়াম নিখোঁজ রয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মধুরচর এলাকায় গরুবোঝাই নৌকাটি ডুবে যায়। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ট্রলারে থাকা সিদ্দিক নামে এক ব্যক্তি জানান, শ্রীনগরের কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে গরু কিনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা দকে সিএমবিঘাট হয়ে দোহারের মেঘুলা ঘাটে রওনা দেয়। ইঞ্জিনচালিত ট্রলারটি বুধবার ভোর ৬টার দিকে দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারটির তলা ফেটে পানি ঢুকতে থাকে। পরে নৌকাটি তীরে ভিড়ানোর চেষ্টা করে মাঝি কিন্তু ব্যর্থ হয়। এসময় ৬৩টি গরুসহ ডুবে যায় নৌকাটি। তবে সবার সহযোগিতায় ৩০টি গরুকে উদ্বার করা হলেও বাকি গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সকালের দিকে ট্রলারসহ মৃত গরুগুলো ভেসে ওঠে। ট্রলার ডুবির ঘটনা সংবাদ পেয়ে দোহার থানা, দোহার কুতুবপুর নৌ পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল উপস্থিত হয়।

এসময় নিখোঁজ দুই ব্যক্তির স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা