× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে মনিপুরী শিশুদের সমগীতের চিত্র কর্মশালা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০১ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০৮ পিএম

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে মনিপুরী শিশুদের সমগীতের চিত্র কর্মশালা পালিত হয়েছে।

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে মনিপুরী শিশুদের সমগীতের চিত্র কর্মশালা পালিত হয়েছে।

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ৩৪ জন মনিপুরী শিশুদের নিয়ে সমগীত আয়োজন করে ‘শিশু চিত্রকর্মশালা-৩’। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শ্রীমঙ্গলের রামনগরে মনিপুরী পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শিল্পী সুমনা আক্তার, শিল্পী সুমন হালদার এবং শিল্পী অমল আকাশের পরিচালনায় মনিপুরী শিশুদের নিয়ে ‘ছাপচিত্র ভিত্তিক’ এক কর্মশালা আয়োজিত হয় রামনগর পাড়ার রাধা মান্ডপ হরি মন্দিরে। চিত্রাঙ্কন শেষে সবাইকে সমগীতের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে রঙের বক্স হাতে তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এবং রামনগর মনিপুরী বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক থোঙাম ধীরেন্দ্র সিনহা, তার স্ত্রী ঙাংবিতন দেবী এবং নাট্যকর্মী ধীরাজ সিংহ। 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সমগীতের সভাপ্রধান দিনা তাজরিন, সাধারণ সম্পাদক বীথি ঘোষ, শিক্ষার্থী সানন্দা, নির্মিতা, জিহাদ এবং মিলন। 

শিল্পী সংগঠক অমল আকাশ বলেন, ‘মনিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানে শিশুরা ছোট থেকেই নানা রঙ, মোটিফ দেখতে দেখতে বড় হয়। আমাদের কর্মশালায় বেশ কিছু সেই ধরনের কাজ উঠে এসেছে।’

মনিপরী শিশুরা।

শিল্পী সুমনা আক্তার বলেন, ‘শিশুদের আমরা প্রথমে ছাপচিত্রে আইডিয়া হাতেকলমে শেখাই। তারপর তারা আশপাশ থেকে পড়ে থাকা পাতা, কাঠ, কাপড় সংগ্রহ করে তাই দিয়ে ছবি আঁকে। ওদের ছবি আঁকার উৎসাহ দেখে আমি খুবই আনন্দ পেয়েছি।’

শিল্পী সুমন হালদার বলেন, ‘শিল্পীরা নিজের মনের আনন্দে রঙ তুলি নিয়ে যা আঁকবে তাই শিল্পকর্ম হয়ে ওঠে। ছবির বাঁধাধরা কোনো নিয়ম নেই। তাই শিশুরা মনের আনন্দে যা আঁকবে তাই ছবি হয়ে উঠবে। এখানে শিশুরা রঙ, রেখা আর বিষয় নিয়ে নানান ধরনের কাজ করেছে। সবাই ভীষণ উৎসাহিত ছিল।’

সুলতান জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সমগীতের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মৌলভীবাজারের মৌলভী চা বাগানের শিশুদের নিয়ে, দ্বিতীয় কর্মশালা নারায়ণগঞ্জের গোলাকান্দাইল জামেআ' শাহবাজীয়া নাজিবিয়া মাদ্রসায় শিশুচিত্র কর্মশালার আয়োজন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা