× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রবাসীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৭ পিএম

নিহত রিপন আলী। প্রবা ফটো

নিহত রিপন আলী। প্রবা ফটো

প্রেমিকার সঙ্গে ঝগড়া ও বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রবাসী যুবক রিপন আলী (২৬)। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে রিপন।

পরিবারের আর্থিক সংকট ঘোঁচাতে ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রিপন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাবাকে মোটরসাইকেল কেনার টাকা পাঠানোর কথা ছিল তার। ভাগ্যের নির্মম পরিহাস, সকালে তার মৃত্যুর খবর শুনতে হয় পরিবারের সদস্যদের। 

নিহতের সহকর্মীদের মাধ্যমে জানা যায়, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা হত রিপনের। সেই থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে রিপন অস্বাভাবিক জীবনযাপন করছিল। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করতেন রিপন। ঘটনার দিন কাজ ফেলে শারীরিক সমস্যার কারণ দেখিয়ে রুমে চলে যায় সে। এরপর কাজ শেষ করে রুমে এসে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। এসময় মরদেহের সামনে থাকা মোবাইল ফোন চেক করে সর্বশেষ প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে বলে জানতে পারেন তারা। পরে পরিবারের কাছে রিপনের সহকর্মীরাই মৃত্যুর খবর পৌঁছান। 

নিহতের বাবা আসাদুল হক বলেন, ‘আমার ছেলে ৪ বছর ধরে সৌদি আরবে আছে। পরিবারের সঙ্গে তার খুব ভাল সম্পর্ক ছিল। প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। মরদেহ আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। লাশ আনতে না পারলে সৌদি আরবে দাফন করা হবে।’

বাবা আসাদুল হককে নাকি আগেই প্রেমের সম্পর্কের কথা জানিয়েছিলেন রিপন। তাতে সম্মতি দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘যদি ওই মেয়ে যদি রাজি থাকে, তাহলে আমরা মোবাইলে বিয়ে পড়িয়ে রাখব। বউমাকে আমাদের সঙ্গে বাড়িতে রাখব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা