× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে রেললাইনের নাট-বল্টু খোলার অভিযোগে দুই শিশু আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৮:৩৭ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ১৯:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রেললাইনের নাট-বল্টু খোলার অভিযোগে দুই শিশুকে আটক করে পুলিশে দিয়েছে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। শিশুদের পরিবারের দাবি, মজা (খাবার) খাওয়ার জন্য তারা রেললাইনের নাট-বল্টু খুলে থাকতে পারে। 

শনিবার (৩০ ডিসেম্বর) এক শিশু এবং পরদিন আরেক শিশুকে থানা হেফাজতে নেওয়া হয়। অভিযোগে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর (খাসপাড়া) এলাকার রেললাইনের নাট-বল্টু খুলে নেয় তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কয়টি নাট-বল্টু খোলা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

আটক দুই শিশুর মধ্যে একজনের বয়স ১১ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামে ও একই বয়সের আরেক শিশুর বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের খাসপাড়া এলাকায়।

এক শিশুর মা বলেন, ‘আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। সন্ধ্যায় বাড়িতে এসে জানতে পারি রেললাইনের নাট-বল্টু খোলায় আনসার সদস্যরা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে।’

অপর শিশুর মা বলেন, ‘আমার ছেলে তার নানার বাড়িতে থাকে। আমি পোশাক কারখানায় চাকরি করি। গত ৩০ ডিসেম্বর আনসার সদস্যরা রেললাইনের নাট-বল্টু খোলায় এক শিশুকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আমার ছেলেকেও থানায় নিয়ে যেতে বলে। ইউপি সদস্যসহ আমার ছেলেকে থানায় নিয়ে গেলে পুলিশ আমার ছেলেকে হেফাজতে নেয়। মজা (খাবার) খাওয়ার জন্য না বুঝেই ওরা রেললাইনের নাট-বল্টু খুলে থাকতে পারে বলে তিনি দাবি করেন।’

বরমী ইউনিয়ন পরিষদের সদস্য সুমন মিয়া বলেন, ‘রেললাইনের নাট-বল্টু খুলে ফেলার অভিযোগে আনসার সদস্যরা প্রথমে এক শিশুকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর শিশুর মা আমাকে সঙ্গে নিয়ে তার ছেলেকে থানায় নিয়ে গেলে পুলিশ তাকেও হেফাজতে নেয়।’

ওসি শাহ্ জামান বলেন, ‘আটককৃত দুই শিশুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা