× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরে দাঁড়ালেন লাঙ্গল প্রার্থী

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ০১:০৮ এএম

চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোহরাব হোসেন। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোহরাব হোসেন। ছবি : সংগৃহীত

দলীয় অসহযোগিতা আর সমন্বয়হীনতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সোহরাব হোসেন। তিনি জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি।

সোমবার (১ জানুয়ারি) তিনি দুঃখ আর ক্ষোভ প্রকাশ করে বলেন,  ‘এবারের ভোট কেমন হচ্ছে, তা তো জানছেন। আমাদের পার্টির চেয়ারম্যান আর মহাসচিব আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না। কেবল মনোনয়ন দিয়েই ছেড়ে দিয়েছেন। দল থেকে কোনো নির্বাচনের খরচাপাতি দিচ্ছে না। তারা যে ২৬ জন আছে সেটা নিয়েই ব্যস্ত।’

‘আর আমরা ২৫৭ জন পড়েছি মহাবিপদে। এবারের ভোট অন্য রকম। টাকা ছাড়া কেউ কথা বলছে না। কোটি কোটি টাকা ওড়াচ্ছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা। সেখানে আমার যতটুকু ছিল খরচ করেছি। এখন আর পারছি না। তাই সরে দাঁড়ালাম।’

এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বরিশাল জেলার দুটি এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে দাঁড়ান। রবিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

ওই প্রার্থীরা হলেনবরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান।

একই দিন গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লাঙ্গলের প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন। তিনি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা