× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল-৩

জাপার প্রার্থী টিপুসহ তিন কর্মীকে শোকজ

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২৩:০৪ পিএম

জাপার প্রার্থী টিপুসহ তিন কর্মীকে শোকজ

বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ও তার তিন কর্মীকে শোকজ নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (২ জানুয়ারি) এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশালের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক চন্দন কান্তি নাথ এ নোটিস দেন।

নোটিসপ্রাপ্ত অপর তিনজন হলেন লাঙ্গল প্রতীকের সমর্থক ও বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর ময়দানের হাট এলাকার বাসিন্দা মো. স্বপন এবং একই উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট এলাকার বাসিন্দা নাসির আকন ও রিপন হাওলাদার। আজ ৩ জানুয়ারি সশরীরে হাজির হয়ে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান জানান, শোকজ নোটিস সরাসরি দুজনের কাছে পাঠানো হয়েছে। যার অনুলিপি তাকে দেওয়া হয়েছে।

নোটিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট গ্রামের আরজি কালিকাপুর গ্রামে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের পক্ষে হানিফ হাওলাদার ও মনির ফকির প্রচারণা করে। ওই সময় লাঙ্গল প্রতীকের লোকজন তাদের ওপর হামলা করে। এতে ট্রাক প্রতীকের কর্মীরা আহত হয়।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন। যার বিপরীতে অভিযুক্তদের নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। 

গত সোমবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের পাশাপাশি কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হয়। এ বিষয়েও লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে দোয়ারিকা ফেরিঘাট এলাকার নাসির আকন ও রিপন হাওলাদারকে কারন দর্শানোর নোটিস দেওয়া হয়। 

তবে হামলার অভিযোগের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা