× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরিয়ে আনব : পবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২৩:৫৮ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ০০:১৫ এএম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবন। ফাইল ছবি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবন। ফাইল ছবি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে তিনি ন্যায়বিচার পাননি দাবি করে, উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তিনি উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই বিষয়তে তিনি নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘আমি নিরাপরাধী হওয়া সত্ত্বেও ন্যায়বিচার পাইনি! আমার ওপর জুলুম করা হচ্ছে..! তবে চিন্তার কোনো কারণ নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকব। ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী, আগামী কালকের (৩/১/২০২৪) মধ্যেই উচ্চ আদালতের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসবো। আমি রামগঞ্জের মানুষের দোয়ায় শেষ পর্যন্ত লড়ে যাব, ইনশাআল্লাহ। আমার নেতা-কর্মীদের প্রতি অনুরোধ, আপনারা কেউ কারও সঙ্গে দয়া করে তর্কে জড়াবেন না। সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনী প্রচার বন্ধ রাখুন। সবার প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।’

ঈগল প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থী হয়েছি। তিনি যদি বলেন, আমি নির্বাচন থেকে সরে যাব।’

গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে গালাগাল করেন বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ ওঠে, তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি দেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর চিঠি পাঠান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তদন্তে ‘সত্যতা পাওয়ায়’ রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। মঙ্গলবার পবনের প্রার্থিতা বাতিল করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা