× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটির দুর্গম ১৮ ভোটকেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩২ পিএম

রাঙামাটির দুর্গম ১৮ ভোটকেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

আসন্ন সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি রয়েছে দুর্গম এলাকায়। এগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হবে হেলিকপ্টারে। এসব এলাকায় হেঁটে যেতে সময় লাগে দুই থেকে তিন দিনের বেশি। তাই ব্যয়বহুল হলেও ব্যবহার করা হবে হেলিকপ্টার। এসব কেন্দ্রের বেশির ভাগই মোবাইল নেটওয়ার্কের বাইরে। ফলে ভোটের ফল পেতেও দেরি হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটির ১০টি উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৯৪৪ আর নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ১৮ হাজার ২১৭ জন। সেই হিসেবে ভোটার বেড়েছে ৬১ হাজার ১০০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩টি ভোটকেন্দ্র থাকলেও এবার থাকছে ২১৩টি।

দুর্গম ১৮টি ভোটকেন্দ্রের মধ্য রয়েছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে পাঁচটি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় আটটি এবং বিলাইছড়ি উপজেলায় তিনটি। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫ হাজার ৬০৭ জন। 

রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্গম ভোটকেন্দ্রগুলোতে এবারও নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা-নেওয়ার ব্যাপারে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের আগের দিন ওই সব কেন্দ্রে নির্বাচনী মালামালসহ সংশ্লিষ্ট লোকজনকে হেলিকপ্টারে করে পাঠানো হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা