× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৪

প্রার্থীকে নির্বাচনের খরচ দিলেন ভোটাররা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৯:৫৫ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ২১:১২ পিএম

বুধবার রাতের পথসভায় লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের হাতে টাকা তুলে দেন ভোটাররা। প্রবা ফটো

বুধবার রাতের পথসভায় লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের হাতে টাকা তুলে দেন ভোটাররা। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন। শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এর মধ্যে ভোট পেতে ভোটারদের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হলেও লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। এই আসনে রকেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানকে নির্বাচনের খরচের জন্য টাকা দিয়েছেন ভোটাররা। এ ঘটনার প্রায় আড়াই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) রাতে নির্বাচনী এলাকার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাটে পথসভায় সাত্তারকে ৫ হাজার ৬০০ টাকা দিয়েছেন ভোটাররা। টাকার পরিমাণ সামান্য হলেও তিনি জনগণের আশীর্বাদ হিসেবে তা গ্রহণ করেছেন বলে জানান। 

আবদুস সাত্তার পালোয়ান বলেন, ‘ভোট করতে প্রতিদিনই অন্যান্য প্রার্থী বিভিন্ন অঙ্কের টাকা খরচ করে আসছেন। পথসভায় বক্তব্যের একপর্যায়ে আমি ভোটারদের উদ্দেশে বলেছি, ব্যক্তিগত আয় দিয়ে নির্বাচনের জন্য বিশাল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এজন্য আমি ভোটারদের সহযোগিতা চাই। এ ঘোষণার পরপরই উপস্থিত ভোটাররা ১০০ থেকে ৫০০ টাকা করে কয়েকজন আমার হাতে তুলে দেন। নির্বাচনী তহবিলের জন্য ভোটাররা আমাকে ৫ হাজার ৬০০ টাকা দিয়েছেন। টাকার পরিমাণ যাই হোক, এটা আমার জন্য আশীর্বাদ।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক তিন ভোটার জানান, সাত্তার ভালো মানুষ। রামগতি-কমলনগর মেঘনা নদীভাঙন-কবলিত এলাকা। এখানে মেঘনা নদী শাসনের জন্য তিনি কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের মাধ্যমে আন্দোলন করে আসছেন। ভাঙনরোধে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী বরাদ্দ দিলেও কাজের অগ্রগতি নেই বললেই চলে। একটি চক্র সাত্তারকে এখন আর আন্দোলন করতে দেয় না। যদি সাত্তার এমপি নির্বাচিত হন, তাহলে এ এলাকার মানুষের প্রাণের দাবি নদী শাসন দ্রুত সময়ে বাস্তবায়ন হবে। উপকূলের সর্বহারা মানুষজন তার পক্ষে রয়েছে। তার বক্তব্যেও সর্বহারাদের কষ্টের কথা ভেসে ওঠে। আর্থিকভাবে তিনি অন্য প্রার্থীদের মতো শক্তিশালী না হলেও মানুষের হৃদয়ে বাস করেন তিনি।’

লক্ষ্মীপুর-৪ আসন রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে সাত্তার ছাড়াও আরও পাঁচজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছেন জাসদের সভাপতি মোশারফ হোসেন (নৌকা) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল্লাহ (ঈগল)। মোশারফ ও আবদুল্লাহ এ আসনের সাবেক সংসদ সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা