× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারদের কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির প্রার্থী

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:৫২ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২০:২০ পিএম

সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ক্ষমা চান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ক্ষমা চান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন। প্রবা ফটো

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে না পারায় ভোটারদের কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন। শুক্রবার (৫ জানুয়ারি) তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ক্ষমা চান তিনি। 

রেজাউল ইসলাম খোকন বলেন, ‘আমি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। নির্বাচনে গণসংযোগের জন্য স্বতঃস্ফূতভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু দলীয় নিদের্শনা না পাওয়ায় আমি আমার সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আমি জাতীয় পার্টিকে ভালোবাসি। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। নির্বাচনে গণসংযোগ ও প্রচার-প্রচারণা না করলেও এখনও প্রার্থিতা প্রত্যাহার করিনি। দলের চেয়ারম্যান জিএম কাদের স্যার এখনও মাঠে রয়েছেন। চেয়ারম্যান স্যার যতক্ষণ ভোটের মাঠে আছেন আমিও ভোটের মাঠে থাকব। চেয়ারম্যান স্যারের সিদ্ধান্তের বাইরে আমি যাব না। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি যেহেতু প্রচার-প্রচারণা বন্ধ রেখেছিলাম এবং ভোট প্রার্থনা করতে পারিনি, এজন্য ঈশ্বরদী-আটঘরিয়ার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ 

তিনি বলেন, ‘আমি এখনও প্রার্থিতা প্রত্যাহার ও ভোট বর্জন করিনি। নিয়ম অনুযায়ী আমি এখনও প্রার্থী রয়েছি এবং নির্বাচনের ব্যালটে আমার প্রতীক থাকবে। যদি আপনাদের ভালো লাগে আমাকে ভালোবাসেন তাহলে লাঙ্গল প্রতীকে ভোট দিতে পারেন।’

লাঙ্গল প্রতীকের প্রার্থী বলেন, ‘আমি যেহেতু আপনাদের কাছে ভোট চাইনি। ভোটের ফলাফল কী হবে তা জানি না। যদি ন্যূনতম ভোটও আমি না পাই আপনারা আমাকে ভুল বুঝবেন না। সম্মানহানির ভয়ে আমি আপনাদের কাছে ভোটের আগেই ক্ষমা প্রার্থনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেনপাবনা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ঈশ্বরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন মালিথা, পল্লীবন্ধু এরশাদ অনুসারী পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রাগিব হাসান রিজভী (রেজা) প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা