× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া-১

১০ প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

মো. জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ২২:৫৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২৩:১৯ পিএম

১০ প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১০ প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠ সরগরম রেখেছিলেন তিনজন। প্রচার-প্রচারণা, উন্নয়ন-অগ্রগতি ও ব্যক্তি গ্রহণযোগ্যতার মূল্যায়নে আসনটিতে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছেÑ এমনই ধারণা স্থানীয় ভোটারদের। 

দৌলতপুর এলাকার ভোটার সামুদ আলী, আ. হালিম ও শিতলই পাড়া এলাকার ভোটার আব্দুল হান্নানসহ কয়েকজন ভোটার বলেন, প্রচারে এক ধাপ এগিয়ে স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে আওয়ামী লীগের সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। এ ছাড়া জোর প্রচারে ছিলেন স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের নাজমুল হুদা পটল। তিনি দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে। তবে এবারের নির্বাচনে নতুন মুখ। 

অন্যদিকে আসনটিতে দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এমপি। তিনিও ভোটযুদ্ধে নিজের ও দলগত প্রচারে তার কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। 

দৌলতপুর সদর ইউপি সদস্য আলাউদ্দিন, রিফাইতপুর ইউপির সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘উপজেলা আওয়ামী লীগে গৃহবিবাদ প্রকট থাকায় অনেকটা বেকায়দায় আছেন বর্তমান এমপি ও নৌকার প্রার্থী সরওয়ার জাহান বাদশাহ। এ কারণেই আসনটিতে ভোটযুদ্ধে ট্রাক, ঈগল, ও নৌকা প্রতীকের ত্রিমুখী লড়াই হতে পারে। 

এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল (লাঙ্গল), জাসদসমর্থিত প্রার্থী শরিফুল কবীর স্বপন (মশাল), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন (কেটলি), ওয়ার্কার্স পার্টির প্রার্থী কমরেড মজিবর রহমান (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী সেলিম রেজা (ডাব) প্রতীক নিয়ে নিজেদের মতো প্রচার চালিয়েছেন। বাকি ২ প্রার্থীকে ভোটের মাঠে দেখতে পায়নি ভোটাররা। 

তবে সাধারণ ভোটাররা যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে এবং শান্তিতে বসবাস করতে পারবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেনÑ এমনটাই প্রত্যাশা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা