× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগমগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫১ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:২০ পিএম

বেগমগঞ্জে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

বেগমগঞ্জে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন আসিফ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম মিস্ত্রি বাড়িতে তাকে ছুরিকাঘাত করা হয়। 

নিহত আসিফ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায়ই চার বন্ধু আড্ডা দিত। এখানে বসে তারা নেশা করত বলেও অভিযোগ স্থানীয়দের। আজ সকালেও তারা ওই ঘরে জড়ো হয়। কিছুক্ষণ পর ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় আসিফ। এ সময় ভেতর থেকে তার বন্ধুরা বের হয়ে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আসিফের মৃত্যু হয়।

নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, ‘আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিত। আজ সকালেও তারা ওই ঘরে একত্র হয়। তারপর তারা আমার ভাইয়ের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার হাতে থাকা ফোনটিও নিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকত, তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারাল ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেগমগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করেছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা