× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ-বিরোধী দল নিয়ে যা বললেন জাপা চেয়ারম্যান

রংপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২০:১১ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ০০:০৪ এএম

নগরীর স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো

নগরীর স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের বিজয়ী প্রার্থী জিএম কাদের বলেছেন, ‘আমাদের সংগঠন এখনও শক্তিশালী রয়েছে। আমরা সংসদে যেতে চাই। জাতীয় রাজনীতিকে যদি আমাদের কিছু দিতে হয়, তাহলে আমাদের সংসদে যেতে হবে। তাহলে আমরা জনগণের কাছে পৌঁছতে পারব, দাবি-দাওয়া আদায় করতে পারব।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘নির্বাচন করে ফেলেছি, আমরা শপথে যাব। এখন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলে আরেক ধরনের ঘটনা ঘটবে। রংপুরের মানুষ আশা করে আমাকে জয়ী করেছে। তাদের প্রত্যাশানুযায়ী আমি স্থানীয় সমস্যাগুলো সমাধান করব। হঠাৎ করে সরে দাঁড়ালে মানুষ হতাশায় ভুগবে। এমন অবস্থা সবখানেই হবে। তবে কাল আলাপ-আলোচনা করব। সংসদ বর্জন করতে পারব না। সংসদে যাই, তারপর যতটুকু পারা যায়, দেশের জন্য কাজ করব।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন সঠিক হয়নি। আমাদের প্রার্থীরা জয়ী হতে পারত, তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এটি না ঘটে আমরা সেই প্রচেষ্টা করব। এ নির্বাচন ছিল সরকার নিয়ন্ত্রিত। এখানে আমাদের প্রার্থীদের পক্ষে যে জনসমর্থন রয়েছে তা প্রকাশ হতে দেওয়া হয়নি।’

সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন সংসদ সদস্য ছিলাম। সংসদে যারা মেজরিটি পায় তারা সরকারি দল হয়। এ নির্বাচনে বেশি আসন পাওয়ায় আওয়ামী লীগ সরকার গঠন করবে। এখন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো দল নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। স্বতন্ত্রদের নিয়ে কোনো সময় বিরোধী দল হয়েছে, এমন নজির নেই। তারা আবার সরকারি দলেরই অংশ। তাই এটি হলে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান হবে না।’

তিনি বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। প্রার্থীদের মাঝে হতাশা কাজ করছিল। তারা তাদের নির্বাচনের অভিজ্ঞতা আমাকে জানিয়েছে। আমি তাদের লিখিতভাবে বক্তব্য দিতে বলেছি, যাতে করে ভবিষ্যতে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। রওশন এরশাদ মুরব্বি মানুষ। তিনি অসুস্থ। তিনি রাজনীতি করতে ইচ্ছুক না বলে আমাকে কয়েকবার জানিয়েছেন। উনাকে সরকারের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। তার সঙ্গে যারা রয়েছেন তারা জাতীয় পার্টির লোক নয়। মসিউর রহমান রাঙ্গা একসময় জাতীয় পার্টিতে ছিলেন, এখন তিনি নেই। এখন সমস্যাটা হলো রওশন এরশাদের নাম ব্যবহার করে অনেক ফায়দা লুটতে চায়। তাকে ব্যবহার করে দলের মধ্যে ভাগাভাগি, দ্বন্দ্ব রয়েছে এটি ব্যাপকভাবে প্রচার করছে। আমি কাউন্সিলের মাধ্যমে দলের চেয়ারম্যান হয়েছি। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তাকে একটি সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হয়েছে। কিন্তু দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো তার কোনো ক্ষমতা নেই।’

এ সময় উপস্থিত ছিলেনজাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুবসংহতির সভাপতি নাজিম উদ্দিনসহ অন্যরা। এর আগে বেলা ৩টায় স্কাই ভিউ বাসভবনে জিএম কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে প্রার্থীদের পরাজয়ের কারণ শোনেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে এ বৈঠক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা