× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্বল উপহার পেলেন দৌলতদিয়ার ১৫০০ যৌনকর্মী

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২১:৫৭ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২২:১৩ পিএম

দৌলতদিয়ায় কম্বল বিতরণ করে উত্তরণ ফাউন্ডেশন। প্রবা ফটো

দৌলতদিয়ায় কম্বল বিতরণ করে উত্তরণ ফাউন্ডেশন। প্রবা ফটো

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর ১ হাজার ৫০০ অসহায় নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উত্তরণ ফাউন্ডেশন স্কুলের মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, ঢাকার নৌ পুলিশ সুপার কাজী নুসরাত এদিব লুনা, উত্তরণ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য কে এম মাহফিজুর প্রিন্স, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম,গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল, তৃতীয় লিঙ্গের গোয়ালন্দ উপজেলার দলনেতা মাহিয়া মাহি মিলনসহ দৌলতদিয়ার পূর্ব পাড়ার অসহায় নারীরা।

উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্তমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

কম্বল পাওয়া একাধিক অসহায় নারী বলেন, ‘এই তীব্র শীতে আমরা কম্বল পেয়ে অনেক খুশি। আমাদের পাশে থেকে  সহযোগিতা করার জন্য উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই।’

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ‘উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার সব সময় অসহায় নারীদের পাশে ছিলেন। করোনাকালে তিনি দৌলতদিয়ার যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদের মধ্যে যৌনপল্লীতে সেমাই, চিনি, মাংসসহ ইত্যাদি বিতরণ করেন। হাবিবুর রহমান স্যার সব সময় আমাদের যৌনপল্লীর মানুষের কথা চিন্তা করেন। আমাদের বিপদে আপদে তিনি পাশে থাকেন সব সময়।’

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, ‘উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার নিজের মৌলিক পুলিশিং পেশার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া পূর্বপাড়ার অসহায় নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। সবার দোয়া ও ভালোবাসা থাকলে হাবিবুর রহমান স্যার দেশের জন্য আরও অনেক কিছু করতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা