× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপনারাই আমার হারানো বাবা-মায়ের স্নেহ দিয়েছেন : কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মতবিনিময় সভা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ফোকাস বাংলা

কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মতবিনিময় সভা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ফোকাস বাংলা

কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার সমস্ত দায়ভার তো আপনারাই নিয়ে নিয়েছেন। আপনারাই আমার হারানো সেই বাবা-মা, ভাইয়ের স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। যার ফলে আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারছি।’

রবিবার (১৪ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আজ বেলা সাড়ে ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মতবিনিময়সভা মঞ্চে যোগ দেন প্রধানমন্ত্রী।

গেল নির্বাচন নিয়ে অনেক বাধা-বিপত্তি, ষড়যন্ত্র আর চক্রান্ত ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কোনোমতে নির্বাচন যাতে না হতে পারে- এটাই ছিল আসল চক্রান্ত। অথচ একটা গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো রাজনীতিবিদ যদি ক্ষমতায় না থাকে কোনো দেশের উন্নতি হয় না। এটা আমাদের দেশের জন্য প্রমাণিত, সত্য।’

একই সঙ্গে নির্বাচনের আগে যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে, খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শক্ত একটি ঘাঁটি আছে বলেই যেকোনো ষড়যন্ত্র আমি মোকাবিলা করতে পারি। আপনারা আমার শক্তি। টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষই আমার বড় শক্তি, বাংলাদেশের জনগণ আমার শক্তি। আগামীতেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাস্তাঘাট, পুল, ব্রিজ, এখন যেগুলো বাকি আছে আমরা সেগুলো করব। গ্রামের মানুষ শহরের সব নাগরিক সুবিধা পাবে। আমার গ্রাম আমার শহর, সেভাবে প্রত্যেকটা গ্রাম গড়ে তুলব। যাতে কোনো মানুষের কষ্ট না হয়।’

বিরোধী দলগুলোর শাসনামলে কোনো উন্নতি হয়নি দাবি করে সরকারপ্রধান বলেন, উন্নতি তখনই হয়েছে যখন আওয়ামী লীগ সরকার এসেছে। ৯৬ এ প্রথম সরকার গঠন করি। মানুষের খাদ্য চাহিদা পূরণ করি, সাক্ষরতার হার বৃদ্ধি করি, বিদ্যুৎ উৎপাদন করি, রাস্তাঘাট করি।’ এ সময় ২০০১ এ চক্রান্তের কারণে ক্ষমতায় আসতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা