× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রামের প্রবেশদ্বারকে বদলে দেব : আব্দুস সবুর

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:১০ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন আব্দুস সবুর। প্রবা ফটো

আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন আব্দুস সবুর। প্রবা ফটো

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি বলেছেন, ঢাকা-চট্টগ্রামের প্রবেশদ্বার কুমিল্লার দাউদকান্দি-তিতাসকে বদলে দেওয়া হবে। এই প্রবেশদ্বারে যে ঢুকবে সে যেন স্মার্ট বাংলাদেশকেই দেখছে এমনটা অনুভব করে সে ব্যবস্থা করা হবে।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তাকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে বরণ করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কুমিল্লার সভাপতি প্রকৌশলী আবুল বাসার। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা নবনির্বাচিত এই প্রকৌশলী নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আবদুস সবুর বলেন, ‘দাউদকান্দি-তিতাসকে এমনভাবে সাজাব যেন সবকিছু নতুন দেখা যায়। কারণ আমরা নির্বাচনের আগে কথা দিয়েছিলাম এই এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করব। আমরা আমাদের কমিটমেন্ট রাখব।’

তিনি আরও বলেন, ‘আমি নির্বাচনের পর প্রত্যন্ত কয়েকটি এলাকায় গিয়েছি। সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছি। তাদের প্রত্যাশা পূরণে কাজ করব ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কুমিল্লার সভাপতি প্রকৌশলী আবুল বাসার, আইইবির সম্পাদক প্রকৌশলী রহমত উল্লাহ কবির, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রামাণিক, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর ইফতেখার আলী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিমসহ কেন্দ্রের ভাইস চেয়ারম্যান, কাউন্সিল সদস্যসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রকৌশলীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা