× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকার প্রার্থীকে হারিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এমপি জাকিরের

রংপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৮:৩৭ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম

রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার। প্রবা ফটো

রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য হওয়া স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে ঢাকা থেকে মিঠাপুকুরে ফেরার পথে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি নিজ নির্বাচনী এলাকা মিঠাপুকুরে যান। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা তার কর্মী-সমর্থকরা হাত নেড়ে জাকির হোসেন সরকারকে স্বাগত জানান।

জাকির হোসেন সরকার বলেন, ‘দেশের বৃহৎ উপজেলাগুলোর মধ্যে একটি মিঠাপুকুর। গত ৭ জানুয়ারি এ আসনের ভোটাররা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিঠাপুকুর উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমি কাজ করে যাব। মিঠাপুকুর হবে স্মার্ট, শান্তি ও উন্নয়নের জনপদ।’

রংপুর-৫ আসনে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান দীর্ঘদিন ধরে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশিকুর রহমান নিজে নির্বাচন না করে তার ছেলে রাশেক রহমানকে নির্বাচন করার সুযোগ দেন। আশিকুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জাকির হোসেন সরকার। নির্বাচনে ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাশেক রহমান পান ৭৪ হাজার ৫৯০ ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা