× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়ায় সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:০৩ পিএম

নাটোরে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। প্রবা ফটো

নাটোরে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়ায় আখ চুরির প্রতিবেদন করতে গিয়ে দৈনিক ইত্তেফাক ও প্রতিদিনের বাংলাদেশের দুই সাংবাদিকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপু বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাটোর সুগার মিলস্ লি.-এর অধীনস্থ আরাজি মাড়িয়া আখ ক্রয় কেন্দ্রের মৌসুমি আখ ক্রয় করণিক এএসএম আল-আফতাব খান সুইট দীর্ঘদিন থেকে তার অন্যান্য সহযোগী নিয়ে বিল ও ওজনে কারচুপি করতেন। এ নিয়ে বেশ কয়েকবার মিলস্ কতৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। সম্প্রতি ফারুক হোসেন নামের এক আখচাষি এ নিয়ে অভিযোগ করেন। ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ওই আখ ক্রয় কেন্দ্রে গেলে সুইটসহ তার সহযোগীরা সাংবাদিকদের ওপরে অতর্কিত হামলা করে। এ সময় সাংবাদিকতার কাজে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। সাংবাদিকদের মোটরসাইকেল আটক করে রাখে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বুলবুল আহম্মেদ জুয়েল বলেন, ‘আসামি সুইট অন্যান্য আসামি সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে আখচাষিদের ফাঁকি দিয়ে ওজনে কারচুপি করত। সাংবাদিকরা তা তুলে ধরার চেষ্টা করলে আসামিরা সাংবাদিকদের আঘাত করে ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করে। বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত বাগাতিপাড়া পৌর মেয়রকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা