× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ক্লিনিক ও ব্লাড ব্যাংক সিলগালা, জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২১:৩৫ পিএম

অনিয়মের অভিযোগে দুটি অবৈধ ক্লিনিক ও একটি ব্লাড সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

অনিয়মের অভিযোগে দুটি অবৈধ ক্লিনিক ও একটি ব্লাড সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

বগুড়ায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুটি অবৈধ ক্লিনিক ও একটি ব্লাড সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সকল প্রতিষ্ঠানের মালিকদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ররিবার (২১ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযান সিভিল সার্জন বগুড়ার কার্যালয় ও ভোক্তা অধিকার যৌথভাবে পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক। এ সময় র‍্যাব সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 

ইফতেখারুল আলম রিজভী বলেন, প্রথমে ঠনঠনিয়ার সেবা ব্লাড ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। তাদের ২০২০ সালের পর লাইসেন্স নবায়ন নেই। ফ্রিজে মেয়াদের তারিখ নেই এমন দশ ব্যাগ রক্ত পাওয়া যায়। পরিবেশও অস্বাস্থ্যকর ও নোংরা। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে সিলগালা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে শহরের কানুছগাড়ী এলাকায় নিউ শতদল ক্লিনিকে দেখা যায়, তারা ২০২২ সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তাদের কোনও কাগজপত্র নেই। তাদের এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, মা ফাতেমা ক্লিনিকে অভিযান পরিচালনা করে দেখা যায়, তাদের কোন ধরণের বৈধ কাগজপত্র নেই। তা সত্ত্বেও তারা দুইজন জটিল রোগীকে ভর্তি রেখেছে। তাদের দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়। 

বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘তালিকা করে অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনস্টি সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। যাদের কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা