× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করল পুনাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ২১:২৫ পিএম

নাচোল উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠীকে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে পুনাক সভানেত্রী। প্রবা ফটো

নাচোল উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠীকে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে পুনাক সভানেত্রী। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠীর দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এ ছাড়া  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ‘মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ প্রতিপাদ্যে তাদের এই সহায়তা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় পুনাক সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহসভানেত্রী আফরোজা পারভীন, ডা. প্রথমা রহমান সিদ্দিকী, নাফিস সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাহমুদা নাজনীন, তৌহিদা নূপুর উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী বলেন, ‘দেশের ছোট ছোট গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা নাচোলে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আজ সাঁওতালদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশের অন্যান্য স্থানের পিছিয়ে পড়া মানুষের জন্যও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠানে একহাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে নাচোলের মহানইল গ্রামে ১০টি স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ হয়েছে।’ 

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা