× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈত্যপ্রবাহে জবুথবু চট্টগ্রামের নগরজীবন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:২৯ পিএম

শৈত্যপ্রবাহে জবুথবু চট্টগ্রামের নগরজীবন

কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশ। বাণিজ্য নগরী চট্টগ্রামও বাদ পড়েনি শীতের এই তীব্রতা থেকে। সন্ধ্যা থেকে ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে এবং গুড়ি গুড়ি বৃষ্টি বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে রাস্তাঘাটে যান চলাচল কমেছে। বুধবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও একই আবহাওয়া বিরাজ করবে। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই বছর চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল মঙ্গলবার। ওইদিন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি।’

তিনি আরও বলেন, ‘আগামীকালও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। আকাশ মেঘলা থেকে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে। দিনভর মেঘে ঢাকা থাকবে সূর্য।’

বুধবার সন্ধ্যায় নগরীর একাধিক সড়ক ঘুরে দেখা যায়, ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। এ ছাড়া গত দুদিন ধরে শৈত্যপ্রবাহ চলতে থাকায়, বেশি দুরবস্থায় পড়েছে হতদরিদ্র মানুষ এবং শিশু ও বৃদ্ধরা। বেকায়দায় পড়েছেন ছিন্নমূল ও সাধারণ খেটে খাওয়া মানুষ।

অন্যদিকে কনকনে এই শীতে কদর বেড়েছে গরম কাপড়ের। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণীবিতানে গরম কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লেপতোষকের দোকানে বেড়েছে নগরবাসীর আনাগোনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা