× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:১৪ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ০০:০১ এএম

সিভিল সার্জনের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। প্রবা ফটো

সিভিল সার্জনের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। প্রবা ফটো

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হয়।

সিভিল সার্জনের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। এ সময় জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকেরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম তারেক আনাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে মানুষের আস্থার জায়গা হয়ে উঠছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী এ হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রাণ ফিরে আসে। সেবার মানে জাতীয় পর্যায়ে দশম, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে এই কমপ্লেক্সটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে জেলায় প্রথম স্থান অর্জন করার পাশাপাশি যক্ষার কার্যক্রমে প্রথম ও ভায়া স্ক্রিনিংয়ে প্রথম স্থান অর্জন করে এ হাসপাতালটি।’

তিনি আরও বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক-সেবিকাসহ সবার পরিশ্রম আর আন্তরিকতার কারণে আজকের এই অর্জন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সব ধরনের রোগীদের আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা