× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরণখোলায় দেয়াল ভেঙে রাস্তা উন্মুক্ত, মুক্ত ১৩ পরিবার

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২৩:০১ পিএম

ইটের দেয়াল ভেঙে মুক্ত করা হয়েছে একমাস ধরে অবরুদ্ধ থাকা ১৩ পরিবারকে। প্রবা ফটো

ইটের দেয়াল ভেঙে মুক্ত করা হয়েছে একমাস ধরে অবরুদ্ধ থাকা ১৩ পরিবারকে। প্রবা ফটো

বাগেরহাটের শরণখোলায় চলাচলের রাস্তার মাঝখানে নির্মাণ করা ইটের দেয়াল ভেঙে মুক্ত করা হয়েছে একমাস ধরে অবরুদ্ধ থাকা ১৩ পরিবারকে। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে প্রশাসনের সহায়তায় দেয়াল ভেঙে রাস্তা উম্মুক্ত করা হয়।

গত ২০ জানুয়ারি প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন।  

এর পরিপ্রেক্ষিতে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম ও থানার ওসি এইচ এম কামরুজ্জামান ঘটনাস্থল রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে যান। একপর্যায়ে বিরোধপূর্ণ রাস্তার জমির মালিকানা দাবি করা মাওলানা দেলোয়ার হোসেন খানের স্ত্রী তুলি বেগমের সঙ্গে আলোচনা করে সমঝোতা করেন। এরপর সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়। 

ভুক্তভোগী দিলিপ কুমার মিস্ত্রি বলেন, প্রায় একমাস ধরে আমরা বন্দি অবস্থায় ছিলাম। রাস্তা বন্ধ থাকায় অনেক কষ্টে আমাদের চলাচল করতে হয়েছে। দেয়াল তুলে নেওয়ায় আমরা এখন মুক্ত। আমাদের মুক্ত করার জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের কাছে আমরা কৃতজ্ঞ।

রাস্তার জমির মালিক মাওলানা দেলোয়ার হোসেনের স্ত্রী তুলি বেগম বলেন, রাস্তা নিয়ে যে বিরোধ ছিল প্রশাসনের মাধ্যমে তা সমাধান হয়েছে। রাস্তায় আমাদের যে পরিমাণ জমি গেছে তা ওই ১৩ পরিবারের নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। 

উপজেলা চেয়ারম্যার মো. রায়হান উদ্দিন শান্ত বলেন, জমির মালিকের স্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান করতে পেরেছি। দেয়াল তুলে দেওয়ার পর সবার চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়েছে। রাস্তার জমি বাজার দর অনুযায়ী মালিককে মূল্য পরিশোধের মাধ্যমে ১৩ পরিবারের নামে রাস্তাটি রেজিস্ট্রির সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা