× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে পাঁচজনকে কুপিয়ে শিশু অপহরণ, থানায় অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:০৭ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

মোস্তাফিজুর রহমান হাওলাদারের বসতঘরে দুর্বৃত্তদের চালানো হামলার চিত্র। প্রবা ফটো

মোস্তাফিজুর রহমান হাওলাদারের বসতঘরে দুর্বৃত্তদের চালানো হামলার চিত্র। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য বসতবাড়িতে ঢুকে মুনতাহার নামে এক শিশুকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে শিশুটির পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বুধবার (৩১ জানুয়ারি) অপহৃত শিশুর খালা জেসমিন আক্তার সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- কামরুল ইসলাম, মনির হোসেন, রেজাউল ইসলাম, শামীম শেখ, শাহনাজ আক্তার, আলমতাজ বেগম ও আসমা বেগম।

অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে হোগলাবুনিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান হাওলাদারের বসতঘরে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ইন্দুরকানির বালিপাড়া গ্রামের কামরুল ইসলামের নের্তৃত্বে ২০ থেকে ২৫ জন এ হামলা চালায়। পরে ৪৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোস্তাফিজুর রহমানের নাতি শিশু মুনতাহারকে অপহরণ করে মোটরসাইকেল করে পালিয়ে যায় হামলাকারীরা।

অপহৃত শিশুটির নানি হাসিনা বেগম জানান, তার মেয়ে ও জামাতার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত বছর রমজান মাসে মেয়ে জাকিয়া বেগম মারা যায়। তারপর থেকে ওই দম্পতির দুই শিশু মুনতাহার ও মুসফিকা নানির কাছেই থাকত। এ নিয়ে শিশুটির বাবা আদালতে মামলা করলে আদালত শিশুদেরকে নানির সঙ্গে রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, শিশুকে নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা