× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগমগঞ্জে মাটি পরীক্ষার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৭ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৮ এএম

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর গ্রামের রিয়াজ, উত্তর ওয়াপদা গ্রামের মোহাম্মদ জালাল মজুমদারের ছেলে সাকিল ও কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কামরুল হাসান।

স্থানীয় বাসিন্দা পিন্টু আলম বলেন, পাঁচজন নির্মাণ শ্রমিক ইউসুফ নামের এক কনট্রাকটরের অধীনে দুর্গাপুর ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে কাজ করছিল। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সয়েল টেস্টের কল স্থাপন করতে গিয়ে অসাবধানতাবশত তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার  দাস বলেন, ‘বেলা পৌনে ৩টার দিকে মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।’ 

নির্মাণ শ্রমিক ও গভীর নলকূপের ঠিকাদার মো. মকবুল আহমেদ বলেন, ‘বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করতে হয়৷ আর তার জন্য নলকূপ করতে লোহার পাইপ দিয়ে মাটিতে প্রবেশ করাতে হয়।  শ্রমিকরা পাইপ উঠাতে গিয়ে উপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে তারা ঘটনাস্থলেই মারা যান।’

ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত পাঁচতলা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ চলছিল। মাটি পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা