× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের আইনমন্ত্রী

ভালো কথা বললেও আপনারা ক্ষেপে যান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৩ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার সঠিকভাবে তদন্তের জন্য ৫০ বছর লাগলেও তা দিতে হবে’ বলে আইনমন্ত্রী আনিসুল হক যে মন্তব্য করেছেন তা আপেক্ষিক অর্থে বলেছিলেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাগর-রুনি হত্যা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি মামলায় পুলিশ যদি তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দেওয়ানোটা ঠিক? তাদের তদন্তে যত দিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করার জন্য, তাদের ততটুকু সময় দিতে হবে। সেটা যদি ৫০ বছর হয়, ৫০ বছর দিতে হবে।’

তার এ মন্তব্যের বিষয়ে আজ জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এটা বিতর্কের প্রশ্ন না। আমার কষ্ট হয়। আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি- যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদের ধৃত করার জন্য সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে। কিন্তু যারা এই অপরাধ করেছে তাদের ধরার জন্য যত সময় লাগুক তাদের আমরা ধরব। এই কথাকে আপনারা (সাংবাদিক) মনে করেছেন যে, ৫০ বছর লাগবে।’

এর ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আসল অপরাধীকে ধরা উচিত। আইনি কাঠামোতে বলা হয়, যে অপরাধী নয় তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন ক্ষেপে। আমি বুঝলাম না ভালো কথা বললেও আপনারা এ রকম ক্ষেপে যান কেন?’

এই মামলার তদন্ত ধীরগতি হচ্ছে কি না এবং এ রকম বিলম্বে তদন্তের আর নজির আছে কি না— এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমি যে কারণে সময়ের কথাটা বলেছি। পৃথিবীতে এ রকম অনেক মামলা আছে। ৪২ বছর পরে ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। আমেরিকায় কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে। আমার কথা হচ্ছে— পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামিকে এখন পর্যন্ত তদন্তে ধরতে পারছে না, এজন্য তদন্তে সময় লাগছে।’

এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক? আমি এই কারণেই বলেছি, যত দিন পর্যন্ত অপরাধীকে না ধরা হবে তত দিন পর্যন্ত তদন্ত চলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা